শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৮:২৬, ৭ মে ২০২০

তোমার মুখে ঘুষি মারব: হেইডেন

তোমার মুখে ঘুষি মারব: হেইডেন

বর্তমান সময়ে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল ম্যাথু হেইডেনকে বন্ধু বলে পরিচয় দেন। তবে ১৬ বছর আগে কিন্তু এমনটা ছিল না। সে সময় অস্ট্রেলিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান ম্যাথু হেইডেন ১৮ বছরের তরুণ পার্থিব প্যাটেলকে মুখে ঘুষে মারার হুমকি দিয়েছিলেন। অবশ্য তাতে প্যাটেলের দোষও ছিল সমানে সমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার কাহিনীটাই দর্শকদের সামনে জানালেন পার্থিব প্যাটেল।

ঘটনাটা ১৬ বছর আগে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের। প্রথমবারের মতো ভারত দলের অংশ হয়ে অস্ট্রেলিয়া সফরে যান প্যাটেল। দলের নিয়মিত সদস্যও ছিলেন না সে সময়। এমনকি একাদশেও ছিলেন না যে ম্যাচে ওই ঘটনা ঘটেছিলে। সেই ম্যাচে ১২তম সদস্য হিসেবে খেলোয়াড়দের জন্য পানি টানার কাজ করছিলেন প্যাটেল।

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচে ১২তম সদস্যের দায়িত্ব পালন করছিলেন প্যাটেল। বাকিটা শুনুন প্যাটেলের ভাষাতে, 'আমি ব্রিসবেনে পানি টানছিলাম, আর ওই ম্যাচে ইরফান পাঠান ম্যাথু হেইডেনকে আউট করে দিয়েছিল। আর তার আগেই অবশ্য শতকও হাঁকিয়েছিল হেইডেন। আউট হওয়ার আগে ১০৭ বলে ১০৯ করেছিল সে।'

প্যাটেল আরো বলেন, 'ম্যাচের টান টান মুহুর্ত তখন, আমাদের দেওয়া ৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৭ বলে ১০৯ করে ইরফান পাঠানের বলে আউট হয়ে ফিরছিল হেইডেন। ম্যাচের ওই মুহুর্তে আউট হয়ে যাওয়ায় সে কিছুটা রাগের মধ্যে ছিল। আর ওই সময় আমি তার সামনে গিয়ে "উহুহু উহুহু" করে উজ্জাপন করছিলাম। আমার উপর ও অনেক রেগে গিয়েছিল। সে আমার জন্য ড্রেসিং রুমের টানেলে দাঁড়িয়েছিল।'

'টানেলে দাঁড়িয়ে থাকা থেকে আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে রাগ্নিত চেহারায় বললো, তুমি যদি আর কখনো এমন করেছো তো আমি তোমার মুখে একটা ঘুষি মারব। আমি তখন ওর কাছে দুঃখ প্রকাশ করলাম। আমি সেখানে দাড়িয়েছিলাম আর হেইডেন চলে গেল।'

এরপরে অবশ্য আইপিএলে খেলার সুবাদে হেইডেনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল পার্থিব প্যাটেলের। আইপিএল থেকে অবসর নেওয়ার পরেও হেইডেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে প্যাটেলের সঙ্গে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু