শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৩:৪৭, ১৮ জানুয়ারি ২০২০

ঢাকার উন্নয়নে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছি: তাপস

ঢাকার উন্নয়নে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছি: তাপস

ঐতিহ্যবাহী ঢাকার উন্নয়নে সুনির্দিষ্ট পাঁচটি রূপরেখা তুলে ধরেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রূপরেখা পাঁচটি হলো- ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা। 

শুক্রবার রাজধানীর পুরান ঢাকার চকবাজার তারা মসজিদে জুম্মার নামাজ শেষ করে নির্বাচনী প্রচারণার সময় এই রূপরেখা তুলে ধরেন তিনি। পাঁচটি রূপরেখার সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তাপস বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পুরাতন ঢাকাকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। ঐতিহ্যবাহী ঢাকার সংস্কৃতি, ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করবো।

এর আগে সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজার এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন শেখ ফজলে নূর তাপস। সেখানে সাংবাদিকদের বলেন, ঢাকার সব নেতাকর্মী ও জনগণ সুষ্ঠু পরিবেশে ভোটের মিছিল করছে। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। আমরা নিয়মের বাইরে যাব না।

 

উৎসমুখর নির্বাচনী আমেজ বজায় রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এ মেয়রপ্রার্থী বলেন, নির্বাচনে নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে। একটা উৎসমুখর নির্বাচনী আমেজ বজায় রয়েছে। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকার পক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। ব্যাপকভাবে আমরা ঢাকাবাসীর সাড়া পাচ্ছি।

উন্নয়নের রূপ রেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, আমরা ৫টি ভাগে বিভক্ত করে উন্নয়নের রূপ রেখা দিয়েছি, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। আমার বিশ্বাস, আগামী ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় হবে। পরে শেখ তাপস নেতাকর্মীদের নিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালান।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু