শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:৫৯, ২২ মার্চ ২০২০

জেলের ভেতর ঝলসানো মাংসে রোনালদিনহোর জন্মদিন পালন

জেলের ভেতর ঝলসানো মাংসে রোনালদিনহোর জন্মদিন পালন

বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর ৪০তম জন্মদিন কাটল জেলে বসে। গতকাল ২১ মার্চ ছিল তার জন্মদিন। এর আগে জন্মদিনগুলোয় নিশ্চয়ই খুব মজা করেছেন। পার্টি, হই-হুল্লোড় আরও কত কী করেছেন। এবার জেলের কয়েদি হলেও এই সুপারস্টারের জন্মদিন পালন করা হয়েছে বেশ আন্তরিকভাবেই। 

ব্যালন ডি'অর জয়ী সাবেক এই মিডফিল্ডারের জন্মদিনে বড়সড় এক উৎসবের আয়োজন করেছিল জেলের অন্যান্য কয়েদিরা। হয়েছে বারবিকিউ পার্টি। ঝলসানো মাংসের বড় এক টুকরোসহ রোনালদিনহোর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বরাবরের বেহিসাবী রোনালদিনহো বার্সায় থাকতে জীবনের ২৬তম জন্মদিনে ভোর ৬টা পর্যন্ত নৈশক্লাবে ছিলেন। এ ছাড়া ৩২তম জন্মদিনে রিও ডি জেনিরোয় একটি বিলাসবহুল হোটেলে পাঁচ দিনব্যাপী উৎসব করেছিলেন।

 

উল্লেখ্য, জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে যাওয়ার অপরাধে এ মাসের শুরুতে ভাইসহ গ্রেপ্তার হন বার্সেলোনা, এসি মিলান ও পিএসজির হয়ে মাঠ মাতানো ফুটবলার রোনালদিনহো। প্যারাগুয়ের স্থানীয় সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, তাকে প্রায় ছয় মাস জেলখানায় থাকতে হবে। কিন্তু করোনাভাইরাস মহামারি হয়ে ওঠায় আরও বেশি সময় তাকে জেলে বন্দী থাকতে হতে পারে। স্রেফ বোকামির জন্য এমন বিপদে পড়েছেন রোনালদো- এমনটাই মনে করছেন অনেকে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ