শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:০১, ১১ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পলাশবাড়ীতে প্রস্তুতিমূলক সভা

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পলাশবাড়ীতে প্রস্তুতিমূলক সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে সোমবার (১০ আগস্ট) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

সভায় সংসদ সদস্য স্মৃতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হতো না। জাতির পিতার স্বপ্ন ছিলো- স্বপ্নের সোনার বাংলা গড়ার। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল বঙ্গবন্ধুর নাম। ঘাতকদের সেই স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হয়নি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ার বেগম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একই স্থানে পৃথক আরও দুটি মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ