শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ২৬ নভেম্বর ২০১৮

জঙ্গি তৎপরতায় ব্যস্ত পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞ

জঙ্গি তৎপরতায় ব্যস্ত পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞ

জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট আইটি বিশেষজ্ঞকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। এদের মধ্যে একজন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের কর্মী বলে জানিয়েছে বাহিনীটি।

রবিবার গভীর রাতে র‌্যাব-১, র‌্যাব-২ যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, কাটারা ও কলাবাগান থেকে ধরা হয় এদেরকে। এরা সবাই জঙ্গি সংগঠন জেএমবির ‘রেডিক্যাল ইয়ুথ গ্রুপের সক্রিয় সদস্য বলে জানানো হয়েছে বাহিনীটির পক্ষ থেকে।

সোমবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

যাদের আটক করা হয়েছে তারা হলেন: আরাফাত আজম, রাশেদ আলম বাঁধন, মীর আফজাল আলী, মাহাদী হাসান, বদিউজ্জামান হাওলাদার অনিক, জামাল উদ্দিন শোভন, জারির তাইসির এবং আসিফুর রহমান।

এরা সবাই উচ্চশিক্ষিত এবং স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে বলে জানানো হয়েছে।

মুফতি মাহমুদ খান জানান, আরাফাত আজম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি ২০১৬ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পাস করে পাঠাওয়ে আইটি বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন।

নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরীর গ্রুপের সক্রিয় সদস্য বাশারুজ্জামান চকলেট সঙ্গে এদের তিন জনের যোগাযোগ ছিল বলেও জানায় র‌্যাব। তারা ২০১৪-২০১৫ সালে জেএমবিতে যোগ দেয়।

র‌্যাব জানায়, সাত থেকে আট মাস নজরদারিতে রাখার পর এদেরকে ধরা হয়েছে। তারা তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...