বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:১৩, ১২ ডিসেম্বর ২০১৯

ছাড়পত্র পেল ‘কাঠবিড়ালী’, মুক্তি ২৭ ডিসেম্বর

ছাড়পত্র পেল ‘কাঠবিড়ালী’, মুক্তি ২৭ ডিসেম্বর

কোনো রকম কাটছাট ছাড়াই ছাড়পত্র পেল অর্চিতা স্পর্শিয়া অভিনীত ছবি ‘কাঠবিড়ালী’। রোববার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়ার পর মঙ্গলবার দুপুর থেকে ছবিটি প্রদর্শিত হয়। ওইদিন বিকেলে ছবিটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। পরিচালক নিয়ামুল মুক্তা জানান, ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। 

তিনি বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন। এটাই আপাতত বড় প্রাপ্তি। তবে মূল প্রশান্তি আসবে দর্শকরা ছবিটি হলে গিয়ে দেখলে। আমরা ২৭ ডিসেম্বরে মুক্তির প্রস্তুতি নিচ্ছি।

‘কাঠবিড়ালী’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। এর আগে চিলেকোঠা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজার। যার মাধ্যমে ছবিটির গল্পের গভীরতার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। যাতে দেখানো হয়েছে মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা।

তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ ‘কাঠবিড়ালী’ ছবির শুটিং শুরু হয়। দুই বছর চিত্রায়নের পর এবার পেল সেন্সর সনদ। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। এতে আরো অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

দেশজুড়ে আরো ৩ দিন হিট অ্যালার্ট জারিন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবদলে গেল গাইবান্ধার ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধন