শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:৫৫, ১৪ মার্চ ২০২১

চাঁদে যৌথ স্পেস স্টেশন বসাচ্ছে চীন-রাশিয়া

চাঁদে যৌথ স্পেস স্টেশন বসাচ্ছে চীন-রাশিয়া

বিশ্বের মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে মঙ্গল আর চাঁদ নিয়ে সম্প্রতি সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। এবার জানা গেল- চাঁদে রাশিয়া-চীনের যৌথ মহাকাশ স্টেশন তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস এবং চীনের স্পেস এজেন্সি সিএনএসএ চাঁদের মাটিতে অথবা কক্ষপথে এই স্পেস মহাকাশটি তৈরি করবে বলে শোনা যাচ্ছে। এটি হবে একেবারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতোই। এই সূত্রে দুদেশের মধ্যে একটি 'মউ'ও স্বাক্ষরিত হয়েছে।

সিএনএসএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদের ওই স্টেশনটির নাম হবে 'আন্তর্জাতিক চাঁদ গবেষণা স্টেশন' (আইএলআরএস)। গবেষণা চালানোর জন্য সেই স্টেশনে যেতে পারবেন যে কোনো দেশের মহাকাশচারী। যে কোনো দেশের মহাকাশ গবেষণা সংস্থা সেই স্টেশনে পাঠাতে পারবে যন্ত্রপাতিও।

মঙ্গলে উপনিবেশ বানানোর প্রয়োজনে নতুন করে মহাকাশ স্টেশন তৈরি করে নানা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দরকার পড়ছিল অনেক দিন ধরেই। সেই সব পরীক্ষানিরীক্ষা চাঁদেই সেরে ফেলতে চাইছে মহাকাশ গবেষণা সংস্থা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ