বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:১৬, ১৮ জুন ২০২০

চলতি মাসেই মানবদেহে করোনা টিকা পরীক্ষা করবে কিওরভ্যাক

চলতি মাসেই মানবদেহে করোনা টিকা পরীক্ষা করবে কিওরভ্যাক

চলতি মাসেই করোনাভাইরাসের টিকা মানবদেহে পরীক্ষা করবে জার্মান প্রতিষ্ঠান কিওরভ্যাক। এ নিয়ে জার্মানরি দ্বিতীয় কোনো কম্পানি মানবদেহে করোনা টিকা পরীক্ষার অনুমতি পেল।

গতকাল বুধবার জার্মানির টিকা পরীক্ষা ও অনুমোদন সংক্রান্ত প্রতিষ্ঠান পাউল এয়ারলিশ ইন্সটিটিউট এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসেই মার্কিন কম্পানি ফাইজারের সঙ্গে কাজ করা জার্মানির ‘বায়নটেক’ কম্পানিকেও করোনার টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।

অনুমতি পেয়ে কিওরভ্যাক প্রথম ধাপে ১৬৮ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালাবে। তাদের মধ্যে একশ ৪৪ জনকে টিকা দেওয়া হবে চলতি মাসেই। সেই ফল ইতিবাচক হলে চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে আরো বেশি সংখ্যক মানুষের ওপর পরীক্ষা চালানো হবে।

কিওরভ্যাকের এই পরীক্ষার ফল ইতিবাচক হলে ২০২১ সালের শুরুতে টিকা অনুমোদনের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে ২০২১ সালের মাঝামাঝিতে টিকা চলে আসতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) হিসাব মোতাবেক, বিশ্বব্যাপী ১১টি কম্পানি এখন করোনার টিকা মানবদেহে পরীক্ষা করছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ