বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৩১, ২৭ অক্টোবর ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।  

এবছর চবিতে ৪টি ইউনিট ও দুটি উপ-ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ৬৬ হাজার ৮৭০ জন। যা সাধারণ ও কোটা আসনসহ ৪ হাজার ৯২৬ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৪ জন পরীক্ষার্থী।

 

অন্যদিকে দুপুর ২টা ১৫ মিনিটে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের রোলঃ ২২১০০৩ থেকে ২৪২০০৪ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা চলবে বিকেলে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ‘বি’ ইউনিটের দুই শিফটের সব পরীক্ষাই চবি ক্যাম্পাসে হবে।

এবার ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন পড়েছে ৪২ হাজার ০৪ জনের। আর প্রতি আসনের বিপরীতে জন্য লড়বে ৩৫ জন। শান্তিপূর্ণভাবে পরীক্ষাগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব।

এদিকে পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

 

এবছর পরীক্ষা চলাকালে পুলিশ, র‍্যাব, ডিবি, ডিএসবিসহ ৭০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া ভর্তি জালিয়াতি ঠেকাতে গোয়েন্দা সংস্থাসহ মাঠে থাকছে ভ্রাম্যমাণ আদালত। থাকবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর আরো ১২০ জন সদস্য।

সেই সঙ্গে গতবারের মতো চবির আইসিটি সেলের অধীনে থাকবে একটি এন্টিপ্রক্সি টিম। যেকোন ধরনের ভর্তি জালিয়াতি রোধে সক্রিয় থাকবে। আগামীকাল (২৮ অক্টোবর) ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। ২৯ ও ৩০ অক্টোবর সকাল ১০টায় ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে পাওয়া যাবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

দেশজুড়ে আরো ৩ দিন হিট অ্যালার্ট জারিন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবদলে গেল গাইবান্ধার ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধন