শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৪, ৩০ নভেম্বর ২০১৮

ঘুমন্ত অবস্থায় ধর্ষণের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী

ঘুমন্ত অবস্থায় ধর্ষণের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী

চারিদিকে ধর্ষণ যেমন ক্রমশ মাথা চারা দিয়ে উঠেছে তেমনই বেড়ে চেলছে উইমেন এমপাওয়ারমেন্ট ক্যাম্পেইন৷ যৌন নিগ্রহ, হেনস্থা, ধর্ষণ নিয়ে প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন বহু মেয়েরা৷ মুখ খুলেছেন বহু অভিনেত্রীও৷ হলিউডের #metoo ক্যাম্পেইনের উদ্যোগে অধিকাংশ নায়িকারা নানান প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন৷ এবারে প্রকাশ্যে এলো এমি শ্যুমারের ভয়াবহ যৌন হেনস্থার ঘটনা৷ এমির বয়ফ্রেন্ড তাঁকে ঘুমের মধ্যে তাঁর অনুমতি না নিয়েই যৌন সম্পর্কে যায় এবং এইভাবেই অভিনেত্রী তাঁর ভার্জিনিটি লুজ করে৷

সম্প্রতি অপরাহ উইনফ্রের একটি টক শোতে এসে এই ঘটনার খোলসা করেন এমি৷ নায়িকা জানান, তিনি এবং তাঁর বয়ফ্রেন্ড একই বাড়িতে ছিলেন৷ তিনি ঘুমচ্ছিলেন৷ ঘুমন্ত অবস্থার সত্ত্বেও এমির বয়ফ্রেন্ড তাঁকে রেপ করে৷ আর এইভাবেই তিনি তাঁর ভার্জিনিটি হারান৷ একইসঙ্গে তিনি আরও বলেছেন, “বেসিকলি আমরা সেক্স লাইফে ছিলাম না৷ সাধারণত যেকোন কাপেল প্ল্যান করেই এগোয়৷ আমরা দু’জনে তখন কিছু প্ল্যানও করিনি৷ ও হঠাৎ করে আমার ঘুমের মধ্যেই এরম করে বসল৷ আমার যখন ঘুম ভাঙে আমি তখন ভীষণই রেগে, খুব আঘাত পেয়েছিলাম৷ কখনও ভাবিনি যে যাকে আমি এত বিশ্বাস করি সে কখনও এরম করবে আমার সঙ্গে৷ ও তথন বেশ ঘাবড়ে গিয়েছিলাম৷” সেই মারাত্মক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, “আমি সেই সময় ঘুমোচ্ছিলাম৷ আর ঘুমনোর সময় আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করা মানে সেটা রেপেরই সমান৷ ওই ঘটার আগে আমি ভার্জিন ছিলাম৷ তখন রিলেশনশিপের যেই স্টেজে আমার ছিলাম এসব নিয়ে আমরা কোন কথা বলিনি, কোন আলোচনাও করিনি এই বিষয় আমারা৷”

যদিও সম্পূর্ণ বিষয়ের জন্য নিজের প্রেমিকাকে পুরোপুরি কাঠগড়ায় তোলেননি অভিনেত্রী এমি। তাঁর কথায়, “ও ভেবেছিল ঘুমের মধ্যে থাকলেও আমি জানি, বুঝেছি৷ ও আমার রাগ কমাবার চেষ্টা করছিল৷ কিন্তু এটা এমনই একটা ঘটনা যা আমি কখনও ভুলতে পারব না শতচেষ্টা করলেও৷ আমি তো ওকে কোন অনুমতি দিইনি৷ আমায় ঘুমন্ত অবস্থায় রেপ করা হয়েছে৷ এই পদ্ধতিতেই আমি আমার কুমারীত্ব খুইয়ে বসি৷” এমি গোটা বিষয়টিকে ‘গ্রে এরিয়া রেপ’র সঙ্গে তুলনা করেছেন৷ ঘটনাটি তাঁর কাছে বিশ্বাসঘতকতার মতো৷

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু