শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৩:০৭, ৭ জুলাই ২০২০

গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গাইবান্ধায় ১৩ জুয়াড়ী আটক

গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গাইবান্ধায় ১৩ জুয়াড়ী আটক

সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা বাজার হতে ১৩ জুয়াড়ীকে আটক করেছে গাইবান্ধা গোয়েন্দা(ডিবি) পুলিশ।

জানে গেছে, গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সোমবার (৬ জুলাই) দিনগত রাতে সাব ইন্সপেক্টর মোঃআনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া নলডাঙ্গা বাজার হতে ১৩ জুয়াড়ী ও জুয়ার সামগ্রী আটক করা হয়েছে।

আটক হওয়া জুয়াড়ীরা হলো -১. মোঃ আশরাফুল ইসলাম(৩৮), পিতা মৃত গোলাম হোসেন, ২. মোঃ সোলাইমান মিয়া (১৯), পিতাঃ মোঃ শমসের আলী, ৩. মোঃ জাহাঙ্গীর হোসেন(৩৩), পিতা মৃত গোলাপ হোসেন, ৪. মোহাম্মদ আলেক উদ্দিন(৬০), পিতা মৃত শেফার উদ্দিন বেপারী,৫. মোঃ আবুল কাশেম(২৫), পিতা মোঃ আব্দুস সামাদ, ৬. মোঃ স্বাধীন মিয়া (১৭), পিতাঃ মোঃ আবুল কাশেম, ৯. মোঃ ইনছাফ আলী(৩২), পিতা মোঃ ইয়াকুব আলী এরা সকলে নলডাঙ্গার কলেজ পাড়ার বাসিন্দা।

১০. মোহাম্মদ মোল্লা (৩৫), পিতা মৃত ফজলুল হক, ১১. মোঃ লাভলু মিয়া (২৫), পিতা মোঃ আব্দুল আজিজ আকন্দ এ এ দুজন সাদুল্লাপুর উপজেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দা।

১২. মোহাম্মদ এনামুল হক (৩৫), পিতা মৃত ছমির উদ্দিন, ১৩. মোঃ মনজু মিয়া (৩৪), পিতা মোঃ নওয়াব আলী উভয় এ দুজন সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ এালাকার বাসিন্দা।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানিয়েছেন এদের সকলকে জুয়া খেলারত অবস্হায় আটক করা হয়েছে।এদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ