শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৮:৪০, ১৫ মে ২০২০

গোবিন্দগঞ্জে ৪র্থ দিনে মত কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

গোবিন্দগঞ্জে ৪র্থ দিনে মত কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

করোনা ভাইরাস পরিস্থিতিতে শ্রমিক সংকট সহ অর্থিক সংকটে শ্রমিকের অভাবে যেসব অসহায় কৃষকরা ক্ষেতের পাঁকা ধান কেটে ঘরে তুলে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

সেই নির্দেশনা বাস্তবায়নে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে গোবিন্দগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতৃবৃন্দ। আজ ৪র্থ দিনের মত বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন মামুনের নির্দেশনায় গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্মঃ আহবায়ক শফিউল আলম হিরুর নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা ফুলবাড়ী ইউনিয়নের কুন্দরপাড়া গ্রামের প্রান্তিক অসহায় কৃষক মজিদুলের ২০শতক ও কৃষক সুজন মাহামুদের ১৩ শতক জমির পাকা ধান কাটে ঘরে তুলে দিয়েছেন।

এ ধান কাটাকর্মসূচীতে উপস্থিত ছিলেন,গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য,পদার্থ বিভাগ ছাত্রলীগের সভাপতি কাজী হাসিবুর রহমান হাসিব,ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মঃ আহবায়ক সোহেল রানা, রাখালবুরুজ ইউনিয়ন ছাত্রলীগ নেতা এস এম শামীম রেজা,রাখালবুরুজ ইউনিয়ন ছাত্রলীগের নেতা সুজন আকন্দ, এতে একত্বতা প্রকাশ করে ধান কাটায় অংশ নেন ফুলবাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু প্রধান সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।গত চারদিন ধরে ছাত্রলীগ নেতৃবৃন্দ অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ায় প্রশংসিত হয়েছেন ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ