শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:১৫, ২৪ নভেম্বর ২০২০

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে কোচাশহর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৫ ব্যাচ এই টুর্নামেন্টের আয়োজন করে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোচাশহর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্যের সমন্বয়কারী আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোচাশহর হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আইয়ুব হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাজু সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আক্কাস আলী, ইউ’পি সদস্য লেলিন মিয়া প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলা গাংনগর খেলোয়াড় কল্যান সমিতি বনাম বগুড়ার রেইন ফুটবল গ্রুপের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে গাংনগর খেলোয়াড় কল্যান সমিতিকে ১-০ গোলে পরাজিত করে বগুড়া রেইন ফুটবল গ্রুপ। এতে রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন রায়হান আলী, রেজাউল করিম ও এ্যাপোলো ইসলাম।

এরআগে প্রধান অতিথি আব্দুল লতিফ প্রধানসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু