শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৪৫, ১৪ মে ২০২০

গোবিন্দগঞ্জে এগ্রোফুড কারখানায় অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

গোবিন্দগঞ্জে এগ্রোফুড কারখানায় অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের একটি এগ্রোফুড কারখানায় অগ্নিকান্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষতিসাধন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় প্রধান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন তানিয়া এগ্রোফুড কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কারখানার মূল্যবান যন্ত্রাংশ ও গুদামে রক্ষিত মালামাল পুড়ে যাওয়ায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবী করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিমাগঞ্জের রংপুর চিনিকল সংলগ্ন এলাকায় অবস্থিত প্রধান গ্রুপের এ কারখানাটিতে আকষ্মিকভাবে অগ্নিকান্ডের ফলে ধোঁয়া উড়তে দেখে কারখানার শ্রমিক-কর্মচারী ও স্থানীয় মানুষজন ছোটাছুটি শুরু করেন। এ সময় তাঁরা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। গোবিন্দগঞ্জ ও সোনাতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মতিয়ার রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানা বিভিন্ন যন্ত্রাংশে এবং কারখানায় রক্ষিত তৈলাক্ত দাহ্য পালিশ জাতীয় বস্তুতে আগুন ধরে গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরুপনে কাজ চলছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু