বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:৫০, ২৩ নভেম্বর ২০২০

গাইবান্ধায় ৮ হাজার হেক্টর জমিতে সবজি চাষ

গাইবান্ধায় ৮ হাজার হেক্টর জমিতে সবজি চাষ

কৃষি ভাণ্ডার জেলা হিসেবে পরিচিত গাইবান্ধা। চলতি রবি মৌসুমে এ জেলার ৭ উপজেলায় ৮ হাজার হেক্টর জমিতে শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।

জানা যায়, চলতি বছরে গাইবান্ধায় ভয়াবহ বন্যা, ভারী বর্ষণ ও নিম্নচাপের প্রভাবে কৃষকদের ধান, পাট ও শাক-সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পূষিয়ে নিতে সম্প্রতি কৃষকরা ঝুঁকে পড়ছেন শীতকালীন সবজি চাষে। সেই সঙ্গে গত বছরের তুলনা এ বছরে কাঁচা তরকারির দাম বেশী থাকায় শাক-সবজি চাষে প্রান্তিক কৃষকদের আগ্রহ বেড়েছে অনেকটাই।

তারা আলু, লাউ, বেগুন, সিম, কপি, মূলা, পালং শাক, লাল শাক ও সরিষা শাকসহ বিভিন্ন ধরণের শাক-সবজি চাষাবাদ শুরু করছেন। এরইমধ্যে কয়েকজন কৃষক তাদের উৎপাদিত শীতকালীন সবজি হাট-বাজারে বিক্রিও শুরু করেছেন।

রবিশস্য চাষাবাদ ও উৎপাদন আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কৃষকরা। সরেজমিনে শুক্রবার (২০ নভেম্বর) মাঠপর্যায়ে কৃষক আলাউদিন, খাজা মিয়া ও জমির ব্যাপারী জানান, ইতিপুর্বে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ফসলহানী হয়েছে। সেটি পুষিয়ে নিতে শাক-সবজি চাষ করছি। আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলন পাওয়া যেতে পারে। একই সঙ্গে বাজারে দাম ভালো পাওয়া গেলে লাভবান হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেজা-ই মাহমুদ বার্তা২৪.কমকে বলেন, পুষ্টিকর সবজি খাদ্যের চাহিদা পূরণে ইতোমধ্যে বাঁধের দু’ধারেও সবজি চাষে ঝুঁকছেন প্রায় ২ হাজার প্রান্তিক কৃষক।

গাইবান্ধা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বলেন, চলতি রবি মৌসুমে ৮ হাজার হেক্টর জমিতে শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। প্রায় ৩ হাজার হেক্টর অর্জিত হয়েছে। এসব কৃষকদের প্রণোদনা দেওয়াসহ তাদের লাভবান করতে মাঠপর্যায়ে সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, গত বছর সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করেছিলেন কৃষকরা। তবে এ বছরে সবজি চাষে আগ্রহ বেশী। তাই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...