শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৪২, ৪ মে ২০২১

গাইবান্ধায় বোরো ধান ক্রয়ের জন্য ডিজিটাল পদ্ধতিতে কৃষক নির্বাচন

গাইবান্ধায় বোরো ধান ক্রয়ের জন্য ডিজিটাল পদ্ধতিতে কৃষক নির্বাচন

খাদ্য অধিদপ্তরের অধীনে চলতি বোরো মৌসুমে ধান ক্রয়ের জন্য কৃষকের অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সোমবার (০৩ মে) গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রথমবারের মতো ৩ হাজার ৮শ’ ৬৮ জন কৃষককে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম অ্যাপের মাধ্যমে প্রথম পর্যায়ে ১ হাজার ৫০৮ মে. টন বোরো ধান ক্রয়ের বিপরীতে নিবন্ধিত কৃষকের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১ হাজার ১শ’ ৮২ জন কৃষক নির্বাচন করেন।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, উপজেলা কৃষিবীদ আল ইমরান, সদর খাদ্য গুদাম কর্মকর্তা মো: সবুজ মিয়া সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গাইবান্ধা পৌরসভাসহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ৩ হাজার ১৭ মেট্রিক টন বোরো ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আগামী ১১মে কৃষক নিবন্ধন এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে দ্বিতীয় পর্যায়ের কৃষক নির্বাচন করা হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ