মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৫৮, ৩ আগস্ট ২০২০

গাইবান্ধায় এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন

গাইবান্ধায় এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন

গাইবান্ধা জেলা প্রশাসন এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সরকারি শিশু পরিবার (এতিম খানা)র উদ্যোগে পশু কোরবানির ব্যবস্থা নেয়া হয়। 

গত শনিবার (১ আগস্ট) ঈদের দিন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, জেলা সমাজ সেবা উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক শিশু পরিবারের শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। 

জেলা সমাজ সেবা উপ-পরিচালক এমদাদুল হক প্রমানিক জানান, এবছর করেনা সচেতনতার সকল স্বাস্থ্যবিধি মেনেই জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় গাইবান্ধা জেলা শহরের দুটি শিশুপরিবার (এতিমখানা)র বালক ও বালিকা শাখার প্রায় ১৫০ জন ছেলে-মেয়ের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়। 

উল্লেখ্য, এর আগে ঈদ উপলক্ষ্যে গত ২৯ জুলাই সকল ছেলে-মেয়েদের গায়ে নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। ওই উন্নত খাবার পরিবেশন ব্যবস্থাপনায় উপস্থিত থেকে সার্বিক মনিটরিং করেন উপ-তত্ত্বাবধায়ক মো. তমিজুল ইসলাম।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়