শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৮:২১, ২৩ জুন ২০২০

গাইবান্ধায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের চেক বিতরণ

গাইবান্ধায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের চেক বিতরণ

গাইবান্ধায় জেলা পাসপোর্ট অফিস ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে ক্ষতিপুরনের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

এসময় জেলা পাসপোর্ট অফিসার মো. শামীম হোসেন, সহকারী কমিশনার এসএম ফয়েজ উদ্দিন, এ্যাড. মো. আইয়ূব আলী প্রধান, সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে জমির মালিককে ৬২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক।

উল্লেখ্য. গণপূর্ত বিভাগ ৩ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৮শ’ ৬৮ টাকা ব্যয়ে জেলা পাসপোর্ট অফিস ভবন নির্মানের কাজ বাস্তবায়ন করবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ