শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৪৫, ৭ জানুয়ারি ২০১৯

গাইবান্ধা-৩ আসনে ডাবল নির্বাচনী হাওয়া

গাইবান্ধা-৩ আসনে ডাবল নির্বাচনী হাওয়া

দেশজুড়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) উপজেলায় বইছে ডাবল নির্বাচনি হাওয়া। এ আসনে একদিকে জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল যেমন বাজছে, অন্যদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ লেগেছে প্রার্থী ও ভোটারদের মাঝে। গাইবান্ধার এ আসনে সর্বত্র নির্বাচনি হাওয়া লেগেছে। নির্বাচন কমিশন (ইসি)’র প্রাথমিক ঘোষণা অনুযায়ী এ বছরের ফেব্রয়ারীতে উপজেলা পরিষদ নির্বাচনি তফসিল হতে পারে। এই আভাস পেয়ে ইতোমধ্যে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার ২০টি ইউনিয়নের গ্রাম-গঞ্জ, মাঠ-ঘাটের সর্বত্র শুরু হয়েছে নির্বাচনি আলোচনা।

এবারে উপজেলা পর্যায়ে কোন দলের কারা হবেন প্রার্থী? সেই হিসাব-নিকাশ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনার ঝড় বইছে। সামনে স্বল্পসময়ের কারণে সম্প্রতি নড়েচড়ে বসতে শুরু করছে দুই উপজেলার সম্ভাব্য প্রার্থীরা। সম্প্রতি দেশব্যাপী হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পালে হাওয়া লাগায় ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগ এর স্থানীয় নেতারা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা পেতে দলীয় হাইকমান্ডে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। এদিকে বসে নেই বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতাকর্মীরাও।

বিশেষ সুত্রে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) আগামী ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এবার এ নির্বাচন হবে দলীয় প্রতীকে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে উপজেলা পরিষদের প্রার্থী মনোনয়নের কাজ সহসাই শুরু করতে হবে। উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিনগত রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে ২০ ডিেিসম্বর গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশে গত ২৩ ডিসেম্বর (রোববার) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গাইবান্ধা আব্দুল মতিন এর স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে পুনঃতফসিল ঘোষণা করেন। এ তফসিল মোতাবেক আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) উপজেলায় বইছে ডাবল নির্বাচনি হাওয়া।

 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু