শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৮:০০, ২৮ সেপ্টেম্বর ২০২০

গাইবান্ধা সাদুল্লাপুরে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ

গাইবান্ধা সাদুল্লাপুরে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুরে খরিপ ২/২০২০-২০২১ মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মধ্যে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা কৃষি অফিসের আয়োজনে এজ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমানের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহারিয়া খাঁন বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার,জাতীয় সংসদ সদস্যোর সাদুল্লাপুর প্রতিনিধি এ্যাড. আনোয়ারুল ইসলাম আজিম, বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম,সহ সভাপতি খন্দকার জিল্লুর রহমান,আঃ জলিল সরকার, উপজেলা আ'লীগের সদস্য শহিদুল ইসলাম বাবলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম মাসুদ,প্রেসক্লাব এর সভাপতি মোঃ শাহজাহান সোহেল,প্রমুখ।

১৪ প্রকারের বীজসহ উপজেলার ১১টি ইউনিয়নে ১৮২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীর মাঝে এসব বীজ বিতরণ করা হয়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ