শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:২১, ২২ সেপ্টেম্বর ২০২০

গাইবান্ধা মৎস্য ও পশু খাদ্য আইনে মোবাইল কোর্ট পরিচালিত

গাইবান্ধা মৎস্য ও পশু খাদ্য আইনে মোবাইল কোর্ট পরিচালিত

গাইবান্ধা সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি ) জনাব মোঃ নাহিদুর রহমান। এ সময় দারিয়াপুরের মানাস নদীতে গড়ের বাতা নামক স্থানে দুইটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ এবং জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ঘটনাস্থল হতে আড়াআড়িভাবে স্থাপনের সাথে জড়িত বিন্দু চন্দ্র মন্ডল কে ৫০০০ টাকা জরিমানা এবং সাদিকুল কে ১০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয় ।

পরবর্তীতে দারিয়াপুর বাজারে মৎস্যখাদ্য দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মৎস্য খাদ্য দোকান সমূহ যথারীতি আইন মেনে চলায় কোনো জরিমানা হয়নি ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গাইবান্ধা সদর, সহকারী মৎস্য কর্মকর্তা, জেলা পুলিশের সদস্য বৃন্দ, ক্ষেত্র সহকারী, লিফ, ন্যাশনাল সার্ভিসের সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়নের স্বেচ্ছাসেবী বৃন্দ।

 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ