মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৯:৩০, ১৬ মে ২০২০

খুলনায় ফোন বা এসএমএস করলেই পৌছে যাবে ত্রাণ

খুলনায় ফোন বা এসএমএস করলেই পৌছে যাবে ত্রাণ

খুলনায় ত্রাণ বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চালু করা হয়েছে ‘ডোর টু ডোর’ নামের কার্যক্রম। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শোভা পাচ্ছে পাঁচটি নম্বর। সেই নম্বরে এসএমএস পাঠালেই পৌঁছে যাচ্ছে চাল, ডালসহ নিত্যপণ্য। প্রশাসনের এমন উদ্যোগে খুশি হতদরিদ্ররা।

সংকোচে যারা হাত পাততে পারেন না তারা এসএমএস বা ফোন করলেই মিলবে খাদ্য সহায়তা। করোনা ছুটিতে কর্মহীন পরিবারের মাঝে খাবার পৌঁছে দিতে কাজ করছে খুলনা জেলা প্রশাসন। চাহিদামাফিক কীভাবে সহায়তা পৌঁছে দেয়া যায় তার তদারকিতে স্বেচ্ছাসেবীদের সাথে আছেন প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উচ্চবিত্ত আর সমাজের দায়িত্বশীল মানুষদের ‘ডোর টু ডোর’ কার্যক্রমে অন্তভুক্ত হওয়ার আহবান জেলা প্রশাসকের।

নিম্ন মধ্যবিত্ত ছাড়াও সমাজের স্বল্প আয়ের মানুষ ও নিম্নবিত্তদের জন্য খাদ্য সহায়তা বহাল রেখেছে খুলনা জেলা প্রশাসন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়