শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫:২৩, ৪ ডিসেম্বর ২০১৮

কুষ্টিয়ায় নিখোঁজের পর স্কুলছাত্রের বাক্সবন্দি লাশ

কুষ্টিয়ায় নিখোঁজের পর স্কুলছাত্রের বাক্সবন্দি লাশ

কুষ্টিয়ায় ভেড়ামারায় নিখোঁজের পর কাঠের বাক্সের ভেতর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসিফ হোসেন (১৪) উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কুতুব উদ্দীনের ছেলে। সে স্থানীয় ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।b

সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রতিবেশী মিশুক আলীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কাপড় দিয়ে মুখ বেঁধে গলায় প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে হত্যা করে ঘরের ভেতর কাঠের বাক্সে কাঁথা জড়িয়ে লাশ লুকিয়ে রাখা হয়েছিল।

পুলিশ ও আসিফের পরিবার জানায়, রোববার আসিফের স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষা না দিয়ে বেলা ১১টায় সে বাড়ি থেকে বের হয়। বিকাল হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে আসিফের বাবা কুতুব উদ্দিন ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নূর-ই-আলম সিদ্দিকী অভিযানে নামেন।

অভিযানের একপর্যায়ে বিভিন্ন সূত্র ও তথ্যের ভিত্তিতে জানতে পারেন কুতুব উদ্দিনের প্রতিবেশী মৃত- ছামির হোসেনের ছেলে মিশুক আলীর বাড়ির ঘরে কাঠের বাক্সের মধ্যে আসিফকে হত্যা করে লাশ রাখা হয়েছে।

এমন তথ্য পেয়ে পুলিশ কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী সোমবার বিকালে ওই বাড়িতে অভিযান চালায়। সেখানে ঘরে থাকা একটি বড় কাঠের বাক্সের (সাব বাক্স) ভেতর থেকে কাঁথা দিয়ে মোড়ানো আসিফের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল শেষে রাতেই ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু