শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:৪৯, ৩১ মে ২০২০

এসএসসিতে জেলার শীর্ষে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়

এসএসসিতে জেলার শীর্ষে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধা জেলার র্শীষস্থান লাভ করেছে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে মোট ২৩১ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ২২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। পাশের হার ৯৯ দশমিক ১৩ ভাগ।

এ ছাড়া গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মোট ২২৯ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ২২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। পাশের হার ৯৯ দশমিক ১২ ভাগ। গাইবান্ধা আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ থেকে মোট ১৯৫ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন। অকৃতকার্য হয়েছে ১ জন। পাশের হার ৯৯ দশমিক ৪৮ ভাগ। আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে মোট ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
 
ভাল ফলাফল প্রসঙ্গে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু বলেন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সাথে মতবিনিময় করা ও বিদ্যালয়ে সুশৃঙ্খল পরিবেশের কারণে ফলাফল ভালো করা সম্ভব হয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ