শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:৪৭, ১০ ডিসেম্বর ২০১৯

এশিয়া প্যাসিফিক সংসদীয় কনফারেন্স সিউল গেলেন ডেপুটি স্পিকার

এশিয়া প্যাসিফিক সংসদীয় কনফারেন্স সিউল গেলেন ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় ‘দি নাইনটিনথ এশিয়া প্যাসিফিক পার্লামেন্টারিয়ানস কনফারেন্স অন ইনভাইরমেন্ট এ- ডেভেলপমেন্ট (এপিপিসিইডি)’ শীর্ষক কনফারেন্স এ অংশগ্রহণের জন্য গতকাল  দুপুরে সিউলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণের মধ্যে রয়েছেন- নাজিম উদ্দিন আহমেদ এমপি, এ,কে,এম ফজলুল হক এমপি ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব আমিনুল ইসলাম। কনফারেন্সে অংশগ্রহণ শেষে প্রতিনিধিদলের ১৪ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ