বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:২৬, ৮ জুন ২০২০

এই সময় পালং শাক খাওয়া জরুরি কেন?

এই সময় পালং শাক খাওয়া জরুরি কেন?

পালং শাকে রয়েছে আশ্চর্যজনক সব স্বাস্থ্য উপকারিতা। পুষ্টিগুণে ভরপুর সবুজ শাকটি এই সময় খাদ্যতালিকায় রাখা খুবই প্রয়োজন। কারণ করোনাভাইরাস ঠেকাতে সবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। 

পালং শাকে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং কে। খুব কম ক্যালোরি, ক্যালসিয়াম, আয়রন এবং বিটা ক্যারোটিন রয়েছে এই শাকে। এছাড়াও এটি পটাসিয়াম, উদ্ভিদভিত্তিক ওমেগা থ্রি’র দুর্দান্ত উৎস।

প্রতিদিন একবেলায় অল্প হলেও এই সময় পালং শাক খেতে পারেন। এতে আপনি বিভিন্নভাবে উপকৃত হবেন। জেনে নিন কেন খাবেন পালং শাক- 

> প্রতিদিন অল্প করে পালং শাক খেতে পারেন। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 

> চোখের জন্য খুবই ভালো এই সবুজ শাকটি। চোখের দৃষ্টিশক্তি উন্নত করে। সেই সঙ্গে চোখের ছানি পড়া রোধ করে। 

> এটি ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে সেই সঙ্গে ত্বকের বার্ধক্যের ছাপ পরতে দেয় না। 

> যাদের চুল ভেঙে যাচ্ছে বা চুল পরে পাতলা হয়ে গেছে। আবার অনেকের চুল হয়ে গেছে রুক্ষ এবং নিষ্প্রাণ। তাদের জন্য দেরা দাওয়াই পালং শাক। 

> যাদের অল্পতেই নখ ভেঙে যায় এবং নখ খুব পাতলা থাকে। তারা নিয়মিত পালং শাক খেতে পারেন। 

> পালং শাকের রস, ডাল দিয়ে বা পনির দিয়ে রান্না করে খেতে পারেন পালং শাক। আবার স্যুপে দিয়েও খাওয়া যায় এই শাক। 

সূত্র: টাইমসঅবইন্ডিয়া

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ