মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৫৮, ৯ মে ২০২০

ঈদের আগেই দায়িত্ব নিচ্ছেন ঢাকার নতুন দুই মেয়র

ঈদের আগেই দায়িত্ব নিচ্ছেন ঢাকার নতুন দুই মেয়র

নির্বাচনে জয়ী হওয়ার প্রায় চার মাস পর আগামী ১৭ মে দায়িত্বভার গ্রহণ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নব নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের মেয়াদ ১৩ মে শেষ হলে ১৪ মে দায়িত্ব গ্রহণ করতে পারেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যুগ্ম সচিব মোস্তফা কামাল মজুমদার বলেছেন, চলতি মাসেই নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করবেন। তবে ১৬ মে বর্তমান মেয়রের দায়িত্ব শেষ হবে। তাই ১৬ মে অপরাহ্নের পর অথবা ১৭ মে দায়িত্ব নিতে পারেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর তিনিই হচ্ছেন ডিএসসিসির দ্বিতীয় নির্বাচিত মেয়র। 

ডিএসসিসির ও ডিএনসিসির কর্মকর্তারা জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্তমান বোর্ডের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পরেই দায়িত্ব নেবেন বিজয়ী দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এক্ষেত্রে উত্তর সিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিলো ২০১৫ সালের ১৩ মে। আর দক্ষিণ সিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিলো একই বছরের ১৬ মে। সে অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭ মে দায়িত্ব গ্রহণ করতে পারেন নতুন মেয়র। আর উত্তর সিটি কর্পোরেশন বর্তমান মেয়রের মেয়াদ ১৩ মে শেষ হলে ১৪ মে দায়িত্ব গ্রহণ করতে পারেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। 

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে নির্বাচিত হন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়