শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:৩০, ৭ মার্চ ২০২০

‘আপনি না মুসলিম’ সিঁদুর পরে তোপের মুখে পড়লেন নুসরাত!

‘আপনি না মুসলিম’ সিঁদুর পরে তোপের মুখে পড়লেন নুসরাত!

পরনে সোনালি কারুকাজশোভিত লাল শাড়ি। সিঁথিতে সিঁদুর। বুকের ওপর এলিয়ে পড়া চুল। মায়াভরা চাহনি। সম্প্রতি এমন লুক প্রকাশ্যে এনেছেন কলকাতার বাংলা ছবির নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। আর সে ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের সমালোচনার ঝড় অন্তর্জালে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, ওই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মুসলিম হয়ে কীভাবে নায়িকা সিঁদুর পরলেন। কেউ প্রশ্ন করেছেন, ‘আপনি কি মুসলিম নন?’ কেউ আবার লিখেছেন, ‘মুসলিম মেয়েকে হিন্দু সংস্কৃতিতে দিব্যি মানিয়েছে।’

তবে এটি নুসরাত জাহানের আগামী ছবি ‘ডিকশনারি’র লুক। ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’র শুটিংয়ে বোলপুরে গিয়েছিলেন নুসরাত। ছবিতে নুসরাতের বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ‘ডিকশনারি’র সেই লুকই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই কটাক্ষের ঝড় তোলেন অন্তর্জালবাসীর একাংশ।

অবশ্য নুসরাতের ভক্তরা তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ইনোসেন্ট গার্ল।’ আরেক ভক্ত লিখেছেন, ‘খুব আদুরে লাগছে।’

এর আগে নিখিল জৈনকে বিয়ের পর সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সাংসদ অভিনেত্রীকে। এমনকি তাঁর বিরুদ্ধে ফতোয়া জারির হুমকিও দেওয়া হয়েছিল। তবে বরাবরই হিন্দু-মুসলিম সম্প্রীতিতে বিশ্বাসী নুসরাত পুরো বিষয়টি সামলেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ ছবিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে দেখা যাবে। এ ছাড়া পৌলমী বসু, অর্ণ মুখোপাধ্যায়কে দেখা যাবে। বুদ্ধদেব গুহর লেখা ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’—এই দুই ছোট গল্পর ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হচ্ছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু