শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ২০:০৩, ২০ জুন ২০২০

আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান মাশরাফির

আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান মাশরাফির

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই পেসার করোনামুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে সবাইকে এই কঠিন সময়ে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) করোনা পজিটিভ হওয়ার ফলাফল এসেছে মাশরাফির। দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। তার উপসর্গ ছিল গা ও মাথা ব্যথা। এ জন্য শুক্রবার (১৯ জুন) পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। তারই ফল এসেছে আজ। আপাতত নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে এক ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, 'আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।'

'আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।'

'আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি-নিষেধ মেনে চলছি।'

'করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।'

দেশে করোনা মহামারি শুরুর পর থেকেই নিজ এলাকা নিজ নির্বাচনী এলাকার মানুষদের সহায়তায় কাজ করে যাচ্ছেন মাশরাফি। দুস্থ ও অসহায়দের খাদ্য ও আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ