শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৫২, ৩১ অক্টোবর ২০১৯

আওয়ামী লীগ কাউকে ফেলে দেয় না : ফারুক

আওয়ামী লীগ কাউকে ফেলে দেয় না : ফারুক

চলচ্চিত্রের মিঞা ভাই খ্যাত নায়ক ও ঢাকা ১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক বলেছেন, আওয়ামী লীগ কাউকে ফেলে দেয় না, বুকে জড়িয়ে ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কতটুকু ভালোবাসেন সেটা ধারণাও করতে পারবেন না। তিনি চলচ্চিত্রের জন্য কিছু একটা করতে চান। আমরাই কিছু চাইতে পারি না।

বুধবার দুপুরে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, আমরা মানুষের কথা ভাবি, এ দেশের কথা ভাবি, এই ইন্ডাস্ট্রির কথা ভাবি। যখন চলচ্চিত্র বানানো হয়, তখনো দেশের মানুষের কথা রাখার চেষ্টা করি। কিন্তু ইদানিং সেই চেষ্টা কোথায় যেন হারিয়ে যাচ্ছে।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তিনি বলেন, আজকে আবারো বলতে চাই ইলিয়াস কাঞ্চন একটি সুষ্ঠু নির্বাচন করে দেখিয়েছে। সেই জন্য কাঞ্চনের টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবারের নির্বাচনের পরিবেশ দেখে অনেক ভালো লেগেছে। এবার শিল্পী সমিতির নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিল চিত্র নায়িকা মৌসুমী। সে একাই শেষ পর্যন্ত সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর জন্য মৌসুমীকেও ধন্যবাদ জানাই।

ঢাকা ১৭ আসনের এই এমপি বলেন, এই বিএফডিসি বঙ্গবন্ধুর সৃষ্টি। সেখানে আমরা অনেক কাজ করেছি, জনপ্রিয়তাও পেয়েছি। এ প্রজন্মের অনেকেই সেই ইতিহাস জানে না। এটা জানা দরকার। এখানে অনেক ইতিহাসের সৃষ্টি হয়েছে। এখানে কে শিল্পী, কে প্রযোজক, কে সিনেমা হলের মালিক- সেটা দেখা হবে না। আমরা সবাই এক পরিবারের। সবাইকে একসঙ্গে সিনেমার উন্নয়নে কাজ করতে হবে। তাহলেই সিনেমার সেই সোনালী দিন ফিরে আসবে।

ফারুক বলেন, জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন আগে চলচ্চিত্রের হাল ধরো। প্রধানমন্ত্রী চান সিনেমার সুদিন ফিরে আসুক। ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হোক। কিন্তু আমার অবাক লাগে যেখানেই যাই চলচ্চিত্রের মানুষ দেখি না।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী নিয়ে ফারুক বলেন, আমাকে কিছু শর্টফিল্মের কাজ দেয়া হয়েছে। এখানেও আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা ঘুমিয়ে থাকে। তারা পত্রিকা পড়ে না। সরকারের কোথায় কোথায় কী কাজ আছে তারও খোঁজ রাখেন না। আমি বলি ওইখানে যান, আপনারা স্ক্রিপ্ট দেন। আপনারা গল্প নিয়ে ভাবেন। সিনেমা বানানোর কথা ভাবেন।

নতুন কমিটির প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, শিল্পীরা পুরো ইন্ডাস্ট্রিকে ভালোবাসবেন, একসঙ্গে চলবেন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলেই দাবিগুলোর জন্য জোর দিতে পারবো।

শিল্পী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিতরাও ছাড়া উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ইলিয়ান কাঞ্চন, নির্বাচনের আপিল বিভাগের দুই সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, নৃত্য পরিচালক মাসুম বাবুল, সোহানুর রহমান সোহান প্রমুখ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু