বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ২০:১২, ৯ ডিসেম্বর ২০১৮

আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের

আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের

আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভার বল করে মাত্র ৩৫ রান দিয়েছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। বিনিময়ে পেয়েছেন মূল্যবান তিন উইকেট। তবে কাটার মাস্টারের এমন ঝলক এবার দেখা যাবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে ছাড়পত্র না দেওয়ায় আইপিএলের নিলামে থাকছে না মুস্তাফিজের নাম।

অবশ্য ছাড়পত্র না পাওয়ার ব্যাপারে চলতি বছরের জুন মাসেই জেনেছিলেন মুস্তাফিজ। আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার জন্য ফিটনেস ধরে রাখার স্বার্থে বিদেশি টি-টোয়েন্টি লিগে তাঁকে খেলার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছিল বিসিবি। এমন সিদ্ধান্ত দুই বছরের জন্য কার্যকর থাকবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

২০১৬ সালে মুস্তাফিজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মোট ১৬ ম্যাচে ১৭ উইকেট পেয়েছিলেন তিনি, টুর্নামেন্টে জয়ী হয়েছিল তাঁর দলও। অবশ্য ২০১৭ সালে একটি মাত্র ম্যাচ খেলেই আইপিএল শেষ করেন তিনি। এ বছরে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাত্র সাত ম্যাচ খেলেই গোড়ালির চোটের কারণে দেশে ফিরে আসতে হয়েছিল তরুণ এই বাঁহাতি পেসারকে। এবার অবশ্য মুম্বাই ইন্ডিয়ানস যে ১০ জন খেলোয়াড় ছেড়ে দিয়েছে, তাঁর মধ্যে আছে মুস্তাফিজের নামও।

তবে এবারের আইপিএলের নিলামে সবচেয়ে উল্লেখযোগ্য নাম, তরুণ স্পিনার নাঈম হাসান। যিনি টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়ে আলোচনায় আসেন। এ ছাড়া তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, ওপেনার লিটন দাসেরও নাম রয়েছে নিলামের তালিকায়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

দেশজুড়ে আরো ৩ দিন হিট অ্যালার্ট জারিন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবদলে গেল গাইবান্ধার ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধন