প্যারিস থেকে দেশের পথে বাংলাদেশের ক্রীড়াবিদরা
রাজনৈতিক অস্থিরতায় প্যারিসে আটকা পড়েছিলেন অলিম্পিকে অংশ নেয়া তিন বাংলাদেশি ক্রীড়াবিদ। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় দেশের পথে রওনা দিয়েছেন তিন খেলোয়াড় ও তিন কোচ।
প্যারিসে আটকা পড়াদের মধ্যে ছিলেন সাঁতারু সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি, আর্চার সাগর ইসলাম, আর্চারির দুই কোচ মার্টিন ফ্রেডেরিক ও মোহাম্মদ হাসান এবং সাঁতার প্রশিক্ষক আবদুল হামিদ। শনিবার দিবাগত রাতে তাদের সবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট তারা গেমস ভিলেজ থেকে চার্লস ডি গল বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হওয়ায় তাদের ফিরে আসতে হয়।
স্প্রিন্টার ইমরানুর রহমান আগেই প্যারিস থেকে ইংল্যান্ড গেছেন। সরকারের পতনের দিন সোমবার বাংলাদেশ কন্টিনজেনের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ অপু শুটার রবিবুর ইসলামের সঙ্গে প্যারিস ত্যাগ করেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে প্যারিসে অবস্থান করছেন। তাদের সঙ্গে রয়েছেন বিওএ'র দুইজন স্টাফ।
সমাপনী অনুষ্ঠান শেষে অলিম্পিক ভিলেজে কিছু আনুষ্ঠানিকতা থাকে। সেগুলো শেষ করে দ্রুতই তারা দেশে ফিরবেন বলে জানা গেছে। রোববার প্যারিস অলিম্পিক গেমসের পর্দা নামবে।
সূত্র: ডেইলি বাংলাদেশ