ইকুয়েডরকে কাঁদিয়ে কোয়ার্টারে ব্রাজিল

ইন্দোনেশিয়ার মাটিতে গড়িয়েছে ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। আসরের শেষ ষোলোতে ইকুয়েডরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল দল। সোমবার ইন্দোনেশিয়ার মানহান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ইকুয়েডর। যেখানে প্রতিপক্ষের বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে সেলেসাওদের যুবারা।
ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে বেশ এগিয়ে ছিল ব্রাজিল। ২১টি শট নেয় তারা, যার ১১টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ইকুয়েডর ১৫ শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের ১৪ মিনিটে এস্তেভাও উইলিয়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মাইকেল রেবমুডেজ সমতায় ফেরান ইকুয়েডরকে।
কিন্তু দ্বিতীয়ার্ধে ইকুয়েডরকে পাত্তাই দেয়নি ব্রাজিল। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন উইলিয়ান। আর শেষদিকে এসে ৯০ মিনিটে লুইঘি হেনরি সান্তোস ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
হার দিয়ে এবারের আসর শুরু হয়েছিল ব্রাজিল। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পেলে-নেইমারদের উত্তরসূরীরা। টানা দুই ম্যাচ জিতে তারা নাম লেখায় শেষ ষোলতে। আজ ইকুয়েডরকে উড়িয়ে কোয়ার্টারে জায়গা করে নিল তারা।
সূত্র: ডেইলি-বাংলাদেশ