স্টেডিয়ামে সবার সামনে পুলিশকে পেটালেন মহিলা
খেলা শুরু করা যাচ্ছে না বৃষ্টির কারণে। ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা করতে করতে মেজাজ হারালেন এক মহিলা দর্শক। এ অবস্থায় পুলিশকেই পেটালেন তিনি। ঘটনাটি ঘটেছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, আইপিএল ফাইনালে।
আহমেদাবাদের স্টেডিয়ামে উপস্থিত এক সমর্থক সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যায়, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক মহিলা রেগে গিয়ে এক পুলিশকে ধাক্কা মারেন।
মহিলা বসেছিলেন। কেন তিনি হঠাৎ ওই পুলিশকর্মীকে ধাক্কা মারলেন তা জানা যায়নি। পুলিশকর্মীও কোনো প্রতিবাদও করেননি। ধাক্কা খেয়ে ওখান থেকে চলে যাচ্ছিলেন পুলিশ। তখন তাকে আবার ধাক্কা দেন সেই মহিলা। পুলিশকর্মীটি ফের পড়ে যান।
অন্য সমর্থকরা তাকে সাহায্য করতেও এগিয়ে আসেননি। তিনি নিজেই উঠে চলে যান। মহিলার সঙ্গে ওই পুলিশকর্মীর কোনো ঝামেলা হয়েছিল কি না তা জানা যায়নি।
এদিকে বৃষ্টির কারণে রোববার আইপিএলের ফাইনাল মাঠে গড়ায়নি। ম্যাচটি আজ (সোমবার) রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত হবে। এদিকে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আজ বৃষ্টির জন্য খেলা না হয়, তা হলে গুজরাটকে জয়ী ঘোষণা করা হবে।
দৈনিক গাইবান্ধা