শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:১৫, ১৯ মার্চ ২০২৩

নতুন ফরম্যাটের ক্রিকেট চান শচীন, জানালেন নিয়ম

নতুন ফরম্যাটের ক্রিকেট চান শচীন, জানালেন নিয়ম

ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। সম্প্রতি তিনি জানিয়েছেন, ৫০ ওভারের ফরম্যাট একঘেয়ে হয়ে গেছে। এ অবস্থায় নতুন ফরম্যাটের ক্রিকেট দেখতে চান তিনি।

সম্প্রতি এক ওয়েবসাইটের অনুষ্ঠানে এসে নতুন একদিনের ফরম্যাট চালু করার প্রস্তাব দিয়েছেন শচীন। তিনি বলেছেন, ২৫ ওভারের ইনিংস চালু করা উচিত। ম্যাচটাকে চার ভাগে ভাগ করে দেওয়া উচিত। ঠিক যেভাবে টেস্ট ক্রিকেট হয়।

এরপর তিনি বলেন, টেস্ট ক্রিকেটে ২০টি উইকেট তুলতে হয়। আর এখানে ১০টি উইকেট তুললেই চলবে। যদি কেউ প্রথম ইনিংসে আউট হয়ে যায়, সে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবে না। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেই চলবে।

এই কিংবদন্তি আরো বলেন, ৫০ ওভারের ক্রিকেট একেবারেই একঘেয়ে হয়ে গিয়েছে। পুরনো ফরম্যাটে আমরা অনেক বছর ধরেই খেলে যাচ্ছি। দুটি নতুন বল দিয়ে দুই প্রান্ত থেকে খেলা হওয়ার জন্য রিভার্স সুইংয়ের ব্যাপারটা থাকছে না। কারণ ম্যাচের বয়স ৪০ হলেও, একটি বলকে ২০ ওভারের বেশি ব্যবহার করা যাচ্ছে না।

শচীনের মতে, বর্তমানে ওয়ানডেতে স্পিনাররা খুশি হতে পারছেন না। তিনি বলেন, আমি কয়েকজন স্পিনারের সঙ্গে কথা বলেছি। বৃত্তের মধ্যে পাঁচজন ফিল্ডার থাকার সময় ওদের মানসিকতা কেমন থাকে সেটা জানার চেষ্টা করেছিলাম। তারা জানাল, ব্যাটারের ভুলের জন্য অপেক্ষা করতে হয়। স্পিনাররা খুশি নেই।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু