শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:১৯, ২২ জানুয়ারি ২০২৩

ব্রাজিল নয়, এবার আর্জেন্টিনার `মিশন হেক্সা`

ব্রাজিল নয়, এবার আর্জেন্টিনার `মিশন হেক্সা`

কাতার বিশ্বকাপের আমেজে এখনো ভাটা পরেনি। এর মধ্যেই শুরু হয়ে গেছে লাতিন আমেরিকার অন্যতম শীর্ষ প্রতিযোগিতা ‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’। যে আসর থেকে বের হয়ে আসবে আগামীর মেসি-নেইমার-সুয়ারেজরা। 

শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ এর ৩০তম আসর। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। আজ দিবাগত রাত ৩টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে প্যারাগুয়ের। 

এবারের আসরে একটা লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে আর্জেন্টিনা। তাদের লক্ষ্য মিশন হেক্সা। এখনও আর্জেন্টিনা কোন ম্যাচ খেলেনি। তাই প্রথম ম্যাচটিতে জয় দিয়েই হেক্সা মিশন শুরু করতে চাইবে আর্জেন্টিনা। 

অনূর্ধ্ব ২০ দলের এই টুর্নামেন্টে আর্জেন্টিনা রয়েছে এ গ্রুপে। সেখানে তাদের সঙ্গে আরও রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, পেরু। আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ২৪ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টা। 

তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। ২৬ জানুয়ারি ম্যাচটি হবে ভোর ৪টা। চতুর্থ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসিদের উত্তরসূরীরা।  ২৮ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এই আসরে আর্জেন্টিনা ২৮বার অংশ নিয়েছে। এর মধ্যে ১২বার ফাইনাল খেলে। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়নও হয় তারা, সাতবার রানার্সআপ। টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয় করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল, ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাও জুনিয়ররা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু