শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৩১, ২৪ অক্টোবর ২০২১

‘চেনা’ শ্রীলঙ্কার জন্য প্রস্তুত বাংলাদেশ

‘চেনা’ শ্রীলঙ্কার জন্য প্রস্তুত বাংলাদেশ

শারজাহ স্টেডিয়ামের প্রেসবক্স থেকে মাঠ যেন নিঃশ্বাস দূরত্বে। এই তো চোখের সামনেই মুস্তাফিজুর রহমান নেটে বোলিং করছেন, নুরুল হাসান সোহান কিপিং অনুশীলন করছেন। মূল মাঠের বাইরে আলাদা নেটে চলছিল ব্যাটিং অনুশীলন। ঐতিহ্যবাহী শারজাহ স্টেডিয়ামের মিনি প্রেসবক্সে গতকাল বাংলাদেশের সাংবাদিকরাই বসার জায়গা পাচ্ছিলেন না। একটা সময় আইসিসির মিডিয়া বিভাগ থেকে প্রেসবক্সই ছেড়ে যেতে বলা হয় সাংবাদিকদের।

বিষয়টা নিয়ে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে দুই পক্ষের মধ্যে। শেষ পর্যন্ত জায়গা ছাড়তে হয়েছে সাংবাদিকদের। তাই টাইগারদের অনুশীলনের পুরোটা দেখা পাননি সাংবাদিকরা। তবে বাংলাদেশ দলের অনুশীলন খুব অপরিচিত কিছু নয় ক্রিকেটে নিয়মিত রিপোর্টিং করা সাংবাদিকদের। আজ বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের মিশনও শুরু হচ্ছে চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে। শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচ।

গত কয়েক বছরে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মিতই খেলেছে বাংলাদেশ। এবং সেটা ক্রিকেটের তিন ফরম্যাটেই। বর্তমানে দুই দলের শক্তিমত্তাতেও খুব বেশি ব্যবধান নেই। বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন জমাট লড়াই হবে আজকের ম্যাচে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে থাকায় দারুণ আশাবাদী তিনি। এমনকি কোচের মতে, শারজাহর কন্ডিশন বাংলাদেশের পক্ষেই থাকবে। ম্যাচের এক্স-ফ্যাক্টর খুঁজতে গিয়ে গতকাল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘আমার মনে হয় আমরা শ্রীলঙ্কার বিপক্ষে গত কয়েক মাসে অনেকবার খেলেছি। আমাদের মধ্যে টেস্ট, ওয়ানডেতে দারুণ কিছু লড়াই হয়েছে। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। স্কিলফুল বোলার আছে এবং কিছু বিপদজনক ব্যাটসম্যান আছে। আমাদের বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আছে। এ ধরনের কন্ডিশন আমাদের জন্য ভালো। শারজাহর উইকেট প্রায় মিরপুরের মতো। আশা করি এটা কালকের (আজ) ম্যাচে আমাদের সাহায্য করবে।’

 

সুপার-১২ পর্বে সব ম্যাচই বাংলাদেশ খেলবে দিনের আলোয়। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৪টায়। যা শাপেবর হতে পারে বলে মনে করেন ডমিঙ্গো। স্পিনাররা ভালো করতে পারবেন। এবং ডিউ তথা শিশির নিয়ে ভাবতে হবে না। প্রোটিয়া এই কোচ বলেছেন, ‘আমরা খুশি খেলা শুরু হবে স্থানীয় সময় ২টায়। তার মানে ডিউ সমীকরণে থাকবে না। আমাদের স্পিনাররা প্রতিযোগিতায় ভালো করবে।’ সুপার-১২ গ্রুপ-১ এ পড়ায় বড় সুবিধা দেখছেন না ডমিঙ্গো। তার মতে, এই পর্বে প্রত্যেকে প্রত্যেককে হারাতে পারে। গতকাল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব, সাইফউদ্দিন ও লিটন দাস অনুশীলন করেননি। তারা বিশ্রামে ছিলেন। মেহেদী হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহানদের নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ। লঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গা নিয়ে বাড়তি চিন্তা নেই বাংলাদেশ দলের। তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে টাইগাররা। তবে ডমিঙ্গো গুরুত্ব দিচ্ছেন পাওয়ার প্লে কাজে লাগানোর ওপর। যা ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে।

এর আগে বিশ্বকাপে একবারই মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। ২০০৭ সালের সেই ম্যাচে জোহানেসবার্গে টাইগারদের ৬৪ রানে হারায় লঙ্কানরা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু