শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৪৭, ৪ আগস্ট ২০২১

সন্ধ্যায় ফের জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

সন্ধ্যায় ফের জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-২০তে আজ আবারো মাঠে নামছে দু’দল।  মিরপুর শের ই বাংলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টি-২০ খেললেও কোনো জয় ছিল না টাইগারদের। অতপর প্রথম ম্যাচে জয়ের উদ্দেশ্যেই খেলতে নামে রাসেল ডমিঙ্গো শিষ্যরা। কিন্তু টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। স্টার্ক-হ্যাজলউডদের বোলিং তোপে মাত্র ১৩১ রানেই থেমেছে টাইগারদের ইনিংস।

কিন্তু এই অল্প রানই তুলতে পারেনি অজিরা। নাসুম-সাকিবদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে অজি ব্যাটসম্যানরা। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৮ রানেই থামে তাদের ইনিংস।

প্রথম ম্যাচ জেতার পর জয়ের ধারা অব্যাহত রাখতেই চাইবেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এজন্য আজ অবশ্যই তাদের ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। কেননা প্রথম ম্যাচ ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি রাসেল টাইগাররা। 

এছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদের আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।

সিরিজের পরের তিন ম্যাচ যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, জস ফিলিপ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু