বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৪৪, ১৯ নভেম্বর ২০২১

সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি কমাবে ‘টেক অ্যা ব্রেক’

সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি কমাবে ‘টেক অ্যা ব্রেক’

ফটোশেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে খুবই উপকারি একটি ফিচার এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আসক্তি কমাতে সাহায্য করা এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘টেক অ্যা ব্রেক’।

ইনস্টাগ্রামে নতুন এ ফিচারটি আসতে যাচ্ছে ফুল স্ক্রিন ফিচার হিসেবে। যা ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় পরপর ইনস্টাগ্রাম থেকে বিরতি নেয়ার কথা মনে করিয়ে দেবে। ব্যবহারকারী তার পছন্দ মতো শিডিউল করে নিতে পারবেন।

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজেরি বলেন, নতুন ফিচারটি ব্যবহারকারীকে আরও বেশি নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে। ভবিষ্যতেও এ ধরনের আপগ্রেডের বিষয়ে আমরা কাজ চালিয়ে যাবো।

ফিচারটি মূলত ডিজিটাল ওয়েলবিইং ফিচার অ্যানড্রয়েডে কীভাবে কাজ করে সেটাই মনে করিয়ে দেবে আমাদের। মোজেরি আরও বলেন, টেক আ ব্রেক এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই একটা নতুন আপডেটে এই ফিচারের রোল আউট শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ