বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:৩৪, ৩০ জুলাই ২০২১

১৮ বছরের কম বয়সীদের জন্য ফেসুকের নতুন নিয়ম

১৮ বছরের কম বয়সীদের জন্য ফেসুকের নতুন নিয়ম

যেসব ফেসবুক ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম, তাদের জন্য নতুন নিয়ম চালু করছে প্রতিষ্ঠানটি। এখন থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীরা তাদের টাইমলাইনে আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন বন্ধ করতে পারবে।

মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, বিজ্ঞাপন বন্ধ করা হলেও ব্যবহারকারীর তথ্যে কোনো পরিবর্তন হবে না।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর বয়স, লিঙ্গ এবং ফেসবুক ব্যবহারের পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জার এবং তার ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অবস্থান অনুসারে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টার্গেট করতে পারবেন না।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো জায়ান্টগুলোকে ১৮ বছরের কম বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে আহ্বান জানানো হয়েছিল। এরই মধ্যে এই আহ্বানে সাড়া দিয়ে প্রশংসা কুড়াচ্ছে ফেসবুক।
 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ