বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৩:২৪, ২৫ জুন ২০২২

মক্কায় দোয়া কবুলের স্থান

মক্কায় দোয়া কবুলের স্থান

আল্লামা জাজরি (রহ.) হাসান বসরি (রহ.)-এর সূত্রে মক্কার এমন কিছু স্থান ও সময় উল্লেখ করেছেন যেখানে দোয়া কবুল হয়। তা নিম্নরূপ : ১. তাওয়াফের সময়, ২. মুলতাজিমের কাছে, ৩. মিজাবের নিচে, ৪. কাবা ঘরের অভ্যন্তরে, ৫. জমজম কূপের পাশে, ৬. সাফা পাহাড়ে, ৭. মারওয়া পাহাড়ে, ৮. সাঈর সময়, ৯. মাকামে ইবরাহিমের পেছনে, ১০. আরাফার ময়দানে, ১১. মুজদালিফায়, ১২. মিনায়, ১৩. জামরায়ে উলাতে, ১৪. জামারায়ে উস্তাতে। (হাসান, পৃষ্ঠা ৬৫)

মোল্লা আলী কারি (রহ.) এগুলোর সঙ্গে আরো যুক্ত করে বলেছেন, রোকনে ইয়ামেনি এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি, দারে আরকাম, গারে সাওর, গারে হেরা ইত্যাদিও দোয়া কবুল হওয়ার স্থান। (নাজলুল আবরার, পৃষ্ঠা ৪৫)

সুতরাং হাজিদের উচিত এসব স্থান ও সময়ে কায়মনোবাক্যে মহান আল্লাহর কাছে মন খুলে দোয়া করা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ