সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৬:০৬, ২৮ অক্টোবর ২০২৩

আপডেট: ১৭:১২, ১২ নভেম্বর ২০২৩

বিএনপির সমাবেশ

এসপির বাড়ির সামনে ২ গাড়ি ও কাকরাইলে ২ বাস ভাঙচুর

এসপির বাড়ির সামনে ২ গাড়ি ও কাকরাইলে ২ বাস ভাঙচুর

রাজধানীর কাকরাইলের হেয়ার রোডে দুইটি পিক-আপ ভ্যান ভাঙচুর করেছে বিএনপির দুর্বৃত্তরা। আজ শনিবার (২৮অক্টোবর) বেলা ১১টায় হেয়ার রোডে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) এবং প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির একটি মিছিল মগবাজার থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় দুইটি নীল পিকআপ-গাড়ি আটকে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় বিএনপির মিছিলধারী দুর্বৃত্তরা।

এদিকে একই সময়ে কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ও কাকরাইলের রমনা পার্কের সামনে আলিফ পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা বাস ভাঙচুর করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। বৈশাখী বাস ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত বিএনপির সমাবেশে আসা এক ব্যক্তিকে আটক করে তারা। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসন বলেন, রমনা থানা এলাকায় দুইটি বাস ভাঙচুর করা হয়েছে। একটি আলিফ পরিবহনের ও অপরটি বৈশাখী পরিবহনের। বাসগুলো সরিয়ে নেওয়ার কাজ করছে পুলিশ। কে বা কারা বাস ভাঙচুর করছে, তা নিশ্চিত করার পর কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এদিকে রাজধানীতে বিএনপি দলের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রাজপথ। সমাবেশ ঘিরে নগরবাসীর নিরাপত্তায় রাজধানীর প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ইতিমধ্যেই বিএনপির মহাসমাবেশ নেতাকর্মীদের ঢল নেমেছে। লোকারণ্য নয়াপল্টন।  

সূত্র: ঢাকা পোস্ট।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়