বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮, ১৭ নভেম্বর ২০১৮

তিতুমীর আন্তঃনগর ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ

তিতুমীর আন্তঃনগর ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ

জেলার আক্কেলপুরে রাজশাহীগামী তিতুমীর আন্তঃনগর ট্রেনের সঙ্গে আজ সন্ধ্যায় যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জয়পুরহাটের পুলিশ সুপার মো. রশীদুল হাসান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় স্বপ্নপুরী থেকে পিকিনিক শেষে ফিরে আসা রানীনগরগামী একটি যাত্রীবাহী বাস আক্কেলপুর উপজেলার আমট্ট রেলগেট পার হওয়ার সময় রেললাইনে ওঠার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা তিতুমীর আন্তঃনগর ট্রেনটি দ্রুত এগিয়ে আসতে দেখে চালক, হেলপারসহ অন্য যাত্রীরা বাস থেকে নেমে যান। ফলে কেউ হতাহত না হলেও ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে রেললাইনের পাশে পড়ে যায়।

বাসে ৪৬ জন যাত্রী ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ