মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ এপ্রিল ২০২২

ছাত্রনেতা থেকে ভাড়াটে রাজনীতিবিদ মান্না

ছাত্রনেতা থেকে ভাড়াটে রাজনীতিবিদ মান্না

এক সময়ের ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না রাজনৈতিক আদর্শ হারিয়ে ভাড়াটে রাজনীতিবিদে পরিণত হয়েছেন।

জানা গেছে, বারবার দলবদল ও আদর্শ-নীতি জলাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে মাহমুদুর রহমান মান্না এক নতুন রেকর্ড করেছেন। মান্নার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল জাসদের রাজনীতির মধ্য দিয়ে। দ্রুতই তিনি জাসদ ছাত্রলীগের নেতা হয়েছিলেন। এরপর ভাঙনের মুখে পড়ে জাসদ। গঠিত হয় বাসদ। বাসদেরও অন্যতম নেতা হয়ে যান মাহমুদুর রহমান মান্না। কিন্তু মান্না মানেই ভাঙন, মান্না মানেই রাজনীতিতে সুবিধাবাদ। একসময় বাসদও বিভক্ত হয়ে যায়। মান্না খণ্ডিত একটি জাসদের নেতা হন।

ওয়ান-ইলেভেনের সময় মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক লোভ আরেক দফা উন্মোচিত হয়। ক্ষমতার জন্য তিনি হয়ে যান সংস্কারপন্থী। এ সময় তিনি ভাড়াটে রাজনীতিবিদ হিসেবে কাজ করেন।

এরপর নাগরিক ঐক্য নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। এ নাগরিক ঐক্য মূলত একটি ভাড়াটে সংগঠন। যখন যার পক্ষে খেলতে হয় তার পক্ষেই খেলে। যেমন- গত নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করেছিলেন।

কিছুদিন ধরেই বিএনপিতে গুঞ্জন রয়েছে যে, মাহমুদুর রহমান মান্না বিএনপিতে যোগ দিতে পারেন। বিএনপির নেতারা বলছেন, মাহমুদুর রহমান বিএনপিতে যোগ দেবেন কিনা সেটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে সম্প্রতি মান্নাকে বিএনপির পক্ষে সরব দেখা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাহমুদুর রহমান মান্না নতুন কোনো সুযোগের দিকে তাকিয়ে আছেন। এবার মাহমুদুর রহমান মান্না কার হয়ে খেলবেন সেটা নির্ভর করবে তিনি কোথা থেকে বেশি সুযোগ-সুবিধা পাবেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...