গাইবান্দার প্রাচীন প্যারীমাধবের জোতদার বাড়ি

প্যারীমাধবের জোতদার বাড়ি সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে কামারপাড়া ডিগ্রি কলেজের সাথে অবস্থিত। তার বিশাল জমিজমার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।
তাই শিক্ষানুরাগী হিসেবে প্যারীমাধব সরকারের নামটি ছড়িয়ে রয়েছে এ এলাকায়। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাক্রী শিরিনধর্ণ জোতদার বাড়িটি পরিদর্শন করে গেছেন।
গাইবান্ধা জেলা শহর থেকে যে কোন ট্রেনযোগে (আন্তঃনগর ছাড়া) সরাসরি কামারপাড়া রেলস্টেশনে নেমে যাওয়া যাবে এই জোতদার বাড়িতে। যা স্টেশনের পূর্ব-উত্তর দিকে অবস্থিত।
এছাড়া সড়কপথে গাইবান্ধা-সাদুল্লাপুর-কামারপাড়া সড়ক, গাইবান্ধা-লক্ষ্মীপুর-কামারপাড়া সড়ক, সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা-নলডাঙ্গা-কামারপাড়া সড়ক, সুন্দরগঞ্জ-ইন্দ্রাপাড়-কামারপাড়া সড়ক দিয়ে যাওয়া যায় সিএনজিযোগে। কামারপাড়া রেলস্টেশন থেকে প্যারীমাধবের বাড়িতে যেতে দু’জনের জন্য ১০ টাকা রিকশা ভাড়া দিতে হবে।
দৈনিক গাইবান্ধা