দৈনিক গাইবান্ধা
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শিবপুর ইউনিয়ন শাখার কমিটির পরিচিতি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শিবপুর ইউনিয়ন শাখার আয়োজনে শিবপুর ইউনিয়নের সরদার হাট বালিকা বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম, গোবিন্দগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রমতোষ সাহা, সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সমাজ সেবা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফিরোজ খানুন নুন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নূরে আলম সিদ্দিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনার শুরুতে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় নেতাকর্মীদের ভোটে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের, সহ-সভাপতি সেকেন্দার আলী মন্ডল, আল-আমিন সরকার নির্বাচিত হয়েছে।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা