দৈনিক গাইবান্ধা
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

ফুলছড়িতে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজের উদ্বোধন করেন রিপন এমপি

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডবাড়ীর চর চৌমহন, আনন্দবাড়ী ও সন্যাসীর চর সংলগ্ন যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়। রবিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরাঞ্চল বাপাউবো, রংপুরের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, রংপুর পওর সার্কেল-১ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, গাইবান্ধা পওর নিভাগের নির্বাহী প্রকৌশলী মো: হাফিজুর হক, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার মো: আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা মো: এ্যাড নরুল আমিন, এরেন্ডবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ। পরে এরেন্ডবাড়ীর জিয়াডাঙ্গা বাজারে একটি সমাবেশে যোগ দেন এমপি মাহমুদ হাসান রিপন।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা