শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:০১, ২৩ মার্চ ২০২৩

গাইবান্ধায় মুক্তিযোদ্ধার পরিবারকে স্বাধীনতা দিবসের উপহার প্রদান

গাইবান্ধায় মুক্তিযোদ্ধার পরিবারকে স্বাধীনতা দিবসের উপহার প্রদান

গাইবান্ধা জেলার একমাত্র জীবিত শহীদ মুক্তিযোদ্ধার ৯০ বছর বয়সী মায়ের বাড়িতে গিয়ে স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্র ও উপহার সামগ্রী পৌঁছে দিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামে মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীদের সাথে নিয়ে তিনি ওই বাড়িতে যান।

এ সময় পুত্র শহীদ মুক্তিযোদ্ধা ফজলুল করিমের পথচেয়ে কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাওয়া শহীদমাতা ৯০বছর বয়সী বৃদ্ধা আছিরন বেগমের হাতে পুষ্পস্তবক ,ফলমূল, পোষাক-পরিচ্ছদ ও নগদ টাকা সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। এরপর পারিবারিক কবরস্থানে সরকারি অর্থায়নে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা ফজলুল করিমের প্রতীকি কবরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফ হোসেন জানান, আগামী ২৬ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নিজ হাতে পৌঁছে দেয়ার জন্য তিনি এখানে আসেন। এ সময় তিনি জেলার একমাত্র জীবিত শহীদমাতার সাথে সাক্ষাতের এ মূহুর্তটিকে তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ বলে জানান।

সাক্ষাতের সময়, গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম আজাদ, মহিমাগঞ্জ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংবাদিক মনজুর হাবীব মনজু, এবিএস লিটন এবং শহীদ ফজরুল করিমের স্বজনরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু