• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম, নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার মোঃ হান্নান প্রমুখ। পরে অতিথিরা একটি কেক কাটেন।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন এবং পায়রা অবমুক্তকরণ করা হয়।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা