• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সাদুল্লাপুর উপজেলায় বিশাল আনন্দ র‌্যালি ও মিলন মেলা এবং গণভোজ অনুষ্ঠিত হয়। শুক্রবার উপজেলা আ’লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব এসব কর্মসূচির আয়োজন করেন। 

বর্ণাঢ্য আনন্দ র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাদুল্লাপুর বহুমূখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর এক মিলন মেলায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা আ’লীগের সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান ও মোঃ মোজাহারুল ইসলাম সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী প্রমূখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা আ’লীগ নেতা এস টি এম রুহুল আলম। এরপর গণভোজে মিলন মেলায় আগত ১০ সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা